
ছিটকে গেলেন ওকস
পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিন চোটের শিকার হয়ে মাঠ ছেড়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। লং অফে করুণ নায়ারের একটি বল বাঁচাতে গিয়ে বাম কাঁধের উপর ভর দিয়ে পড়ে যান তিনি। এতে তার কাঁধ স্থানচ্যুত হয়েছে।
পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিন চোটের শিকার হয়ে মাঠ ছেড়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। লং অফে করুণ নায়ারের একটি বল বাঁচাতে গিয়ে বাম কাঁধের উপর ভর দিয়ে পড়ে যান তিনি। এতে তার কাঁধ স্থানচ্যুত হয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার সময় পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি গাস অ্যাটকিসন। একই চোটে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টেও ছিলেন না ডানহাতি এই পেসার। তবে চোট কাটিয়ে লর্ডস টেস্টের স্কোয়াডে ফিরেছেন অ্যাটকিনসন। তৃতীয় টেস্টের স্কোয়াডে একটি পরিবর্তনই করেছে ইংল্যান্ড।