
ডোয়ার্শিসকে ড্রেসিং রুমের পথ দেখিয়ে শাস্তি পেলেন বশ
আইসিসির আচরণবিধি লঙ্ঘন করে শাস্তি পেয়েছেন কর্বিন বশ। সাউথ আফ্রিকার এই অলরাউন্ডারকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
আইসিসির আচরণবিধি লঙ্ঘন করে শাস্তি পেয়েছেন কর্বিন বশ। সাউথ আফ্রিকার এই অলরাউন্ডারকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
হ্যারি ব্রুকের মতো একই শাস্তি পেতে হলো করবিন বশকে। এই প্রোটিয়া ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলার জন্য পাকিস্তান সুপার লিগ থেকে নাম সরিয়ে নিয়েছেন। এর আগে আইপিএল থেকে নাম সরিয়ে নেয়ায় দুই বছরের জন্য ব্রুককে নিষিদ্ধ করে বিসিসিআই।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট হয়েছে গত ১৩ জানুয়ারি। সেখানেই এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছিলেন। গতির ঝড় তুলে আলোচনায় আসা নাহিদ রানাকে গোল্ড ক্যাটাগরি থেকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি। সিলভার ক্যাটাগরিতে থাকা লিটনকে দলে নেয় করাচি কিংস।
এপ্রিল-মে মাসে হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কথা ছিল করবিন বশের। জানুয়ারিতে হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে সাউথ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডারকে দলেও নিয়েছিল পেশাওয়ার জালমি। তবে ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পাওয়া বশের খেলা হচ্ছে না পিএসএলে। পাকিস্তানের টুর্নামেন্টকে ‘ফাঁকি’ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নেন তিনি। যার ফলে এবার আইনি নোটিশ পেতে হলো তাকে।
আন্তর্জাতিক ক্রিকেটে সহসাই ফেরা হলো না অ্যানরিখ নরকিয়ার। পিঠের চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কয়েকদিন আগেই ছিটকে গেছেন সাউথ আফ্রিকার এই ফাস্ট বোলার। তার বদলি খুঁজে বেড়াচ্ছিল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। এবার বোলিং অলরাউন্ডার করবিন বশকে নরকিয়ার পরিবর্তে দলে ভেড়ালো সিএসএ।