বাংলাদেশকে আবারও হারিয়ে সাউথ আফ্রিকার সিরিজ জয়
ম্যাচ জিততে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের প্রয়োজন ২৪ বলে ১৫ রান। বাংলাদেশ ইমার্জিং দলের দরকার মাত্র ২ উইকেট। এমন সমীকরণের সময় সানজিদা আক্তার মেঘলা দিয়ে গেলেন মাত্র এক রান। পরের ওভারে ফারিহা ইসলাম তৃষ্ণা দিয়েছেন ৪ রান। ইনিংসের ৪৯তম ওভারে ইশমা তানজিম ৩ রানের বেশি দেননি। সবশেষ তিন ওভারে ৮ রান নেয়ায় শেষ ওভারে সাউথ আফ্রিকার প্রয়োজন হয় ৭ রান। এমন সময় পেসার ফারিহার উপর ভরসা রাখলেন অধিনায়ক শারমিন সুলতানা।