
ছিটকে গেলেন মায়াঙ্ক, লক্ষ্ণৌতে সুযোগ পেলেন ভারতকে কাঁপানো ও’রুর্কি
আবারও পিঠের চোটে পড়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। আর তাতেই এবারের আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন এই ভারতীয় পেসার। তার বদলি হিসেবে দলে নেয়া কিউই পেসার উইল ও’রুর্কিকে। তাকে নিতে ৩ কোটি রুপি খরচ হয়েছে লক্ষৌয়ের।