
মেয়াদ শেষের আগেই অ্যাডামসকে বিদায় জানাল বিসিবি
দুই বছরের চুক্তিতে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আন্দ্রে অ্যাডামস। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে পেস বোলিং কোচ ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফরে যেতে পারে বাংলাদেশ।