‘অনেকে আমাকে ফোন করে বলছে আপনার এই খেলোয়াড় ফিক্সিং করছে’
ডিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে হেরেছিলেন সাব্বির রহমানরা। তবে পরের ম্যাচে প্রাইম ক্রিকেট ক্লাবের বিপক্ষে চমক দেখায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। আলাউদ্দিন বাবুর ৭ ছক্কা ও ৫ চারে ৩২ বলে অপরাজিত ৭৮ রানের অবিশ্বাস্য ইনিংস জয় পায় তারা। পরের চার ম্যাচে অবশ্য জিততে পারেনি পারটেক্স। জয়ের খরা কাটে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। এক উইকেটের জয় পাওয়ার পরের দুই ম্যাচেই সুবিধা করতে পারেননি তারা।