
একাধিক ‘সন্দেহজনক’ ঘটনার ম্যাচে ৫ রানে জিতল গুলশান
নিহাদ উজ জামানের লেংথে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন রহিম আহমেদ। তবে বলের লাইনেই যেতে পারলেন না ডানহাতি এই ব্যাটার। টিভি রিপ্লেতে অবশ্য দেখা যায় রহিম বলের লাইনে যাওয়ার প্রচেষ্টাও করেননি। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের যখন ৮৯ বরে ৩৬ রান প্রয়োজন তখন এমন অদ্ভুতুড়ে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন রহিম।