
অ্যাশেজে বাজবলের সামনে খেলার ধরন বদলাবে না অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ শুরু হতে এখনও প্রায় সাড়ে তিন মাস বাকি। যদিও ইংল্যান্ড-ভারত সিরিজের পর ঐতিহ্যবাহী এই সিরিজ ঘিরে আলোচনা শুরু হয়ে গেছে। ইংল্যান্ডের 'বাজবলে'র বিপরীতে আগ্রাসি ক্রিকেট খেলে ২-২ ব্যবধানে ড্র পেয়েছে ভারত। যদিও অস্ট্রেলিয়া সেই পথে হাঁটতে আগ্রহী না।