
৪৭ রানের হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের
ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। যদিও টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগ্রেসদের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের দেয়া ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের মেয়েরা অল আউট হয়েছে মাত্র ৮৭ রানে। ফলে ৪৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে।