
দুবের বদলি হার্শিত, সমস্যা দেখছেন না গম্ভীর
ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ়ে হারিয়েছে ভারত। পুনেতে সিরিজের চতুর্থ ম্যাচেই হয়ে যায় সিরিজ়ের ফয়সালা। সেই ম্যাচে শিভম দুবের পরিবর্তে হার্শিত রানাকে কনকাশন সাব করে ভারত। যেটা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। যদিও এতে বিশেষ সমস্যা দেখছেন না গৌতম গম্ভীর।