
এনসিএল টি-টোয়েন্টিতে ছক্কা-চারে যাদের ব্যাটে আলোর ছোঁয়া
টাকা খরচ করো তবুও শিরোপা আমার চাই ই চাই! বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির মালিকদের মোটোই যেন এমন। ট্রফির ‘নেশায়’ জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি তারকাদের উপর বেশি ভরসা করেন তাঁরা। বেশিরভাগ ক্ষেত্রে টপ অর্ডারে ব্যাটিং, ফিনিশার কিংবা বোলিংয়ে শুরু ও শেষের মুহূর্তে আলোর মশাল নিয়ে বিপিএল খেলেন বিদেশিরা। যদিও তাদের এমন পরিকল্পনায় খুব বেশি দোষের কিছু নেই। কোটি, কোটি টাকা বিনিয়োগ করে শিরোপা জিততে চাওয়ার মোটোই তো সবার হওয়া উচিত।