
জয়সাওয়ালকে আউট দেয়ার সিদ্ধান্তে শরফুদ্দৌলার পক্ষে রোহিত-টফেল
প্যাট কামিন্সের লেগ স্টাম্পের বাইরের বাউন্সারে পুল করতে চেয়েছিলেন যশস্বী জয়সাওয়াল। বাঁহাতি ওপেনারকে ফাঁকি দিয়ে বল উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে যেতেই আবেদন করেন কামিন্স ও অস্ট্রেলিয়ার ফিল্ডাররা। অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন অবশ্য স্বাগতিকদের আবেদনে একেবারেই সাড়া দেননি। তবে জয়সাওয়ালের ক্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী পরোক্ষণেই রিভিউ নেয়।