
শেবাগকে বাদ দিয়েছিলেন ধোনি, ক্যারিয়ার বাঁচান শচীন
৫ ম্যাচে ৮১ রান—গড় ১৬.২০! এমন পারফরম্যান্সের পর ভারতের ওয়ানডে একাদশ থেকে বাদ পড়েছিলেন বীরেন্দর শেবাগ। একাদশ থেকে জায়গা হারিয়ে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরের কথা ভেবেছিলেন সাবেক এই ডানহাতি ওপেনার। তবে শচীন টেন্ডুলকারের পরামর্শে অবসর নেননি তিনি। পরবর্তীতে জাতীয় দলে ফেরার পাশাপাশি ভারতের জার্সিতে ২০১১ ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন শেবাগ।