
পান্তের কাছে ২০৯ রানই যথেষ্ট ছিল, ভিন্নমত ক্লুজনারের
দিল্লি ক্যাপিটালসের কাছে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দু’রকম কথা বললেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পান্ত এবং সহকারী কোচ ল্যান্স ক্লুজ়নার। স্কোরবোর্ডে যথেষ্ট রান হয়েছে বলে মনে করেন পান্ত। অপরদিকে এটার সঙ্গে একেবারেই একমত নন ক্লুজ়নার।