
কর্নওয়ালের পর চোটে বিপিএল শেষ টপলির
সিলেট পর্ব শেষ হওয়ার পর কুঁচকির চোট নিয়ে বিপিএল ছেড়েছেন রাকিম কর্নওয়াল। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারের পর রিস টপলিকেও হারাল সিলেট স্ট্রাইকার্স। ডান হাঁটুর হাইপারএক্সটেনশন ইনজুরি, হ্যামস্ট্রিং এবং কুঁচকির চোট নিয়ে বিপিএল ছাড়লেন ইংলিশ পেসার টপলি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট।