
‘নাল্লি গোশত বিরিয়ানি-পায়া খেয়েই সিরাজ এমন পেশি বানিয়েছে’
ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে জসপ্রিত বুমরাহ সব ম্যাচ না খেললেও সিরিজ ড্র করে ফেরে ভারত। ২-২ ব্যবধানে শেষ হওয়া এই সিরিজে ভারতের বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ সবচেয়ে বড় পারফর্মার ছিলেন। ২৩ উইকেট নিয়ে সিরিজের শীর্ষ উইকেটশিকারি হন এই ডানহাতি পেসার।