
‘ভারতীয় ক্রিকেটারে আস্থা না থাকায় শিরোপা জিতবে না পন্টিংয়ের পাঞ্জাব’
প্রভসিমরান সিং আউট হয়ে ফেরার পর ব্যাটিংয়ে এসেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। দ্রুত উইকেট হারানোয় ব্যাটিং করেছেন মার্কো জানসেন, জশ ইংলিসরাও। তবে ব্যাট হাতে ছন্দে থাকলেও সুযোগ মেলেনি নেহাল ওয়াদেরা ও শশাঙ্ক সিংয়ের। ভারতীয় ব্যাটারদের প্রতি অনাস্থা দেখানোয় মনোজ তিয়ারি মনে করেন, ভালো ক্রিকেট খেলার পরও শিরোপা জিততে পারবে না পাঞ্জাব কিংস।