
পিএসএলে বশ-ডাসেনের বদলি লিন্ডে-ক্যারি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট হয়েছে গত ১৩ জানুয়ারি। সেখানেই এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছিলেন। গতির ঝড় তুলে আলোচনায় আসা নাহিদ রানাকে গোল্ড ক্যাটাগরি থেকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি। সিলভার ক্যাটাগরিতে থাকা লিটনকে দলে নেয় করাচি কিংস।