
ভারতের দ্রুততম সেঞ্চুরিয়ান উর্ভিলকে দলে নিলো চেন্নাই
শেষবারের আইপিএল মেগা নিলামে যার নামই উঠেনি, সেই উর্ভিল প্যাটেলকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। ইনজুরিতে পড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান ভানশ বেদির বদলি হিসেবে গুজরাটের এই ক্রিকেটারকে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ২৬ বছর বয়সী উর্ভিলকে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে নেয়ার বিষয়টি সোমবার নিশ্চিত করেছে চেন্নাই।