
পারটেক্সকে বিদায় করে প্রিমিয়ার লিগেই থাকল ব্রাদার্স
হারলেই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) থেকে নেমে যেতে হতো প্রথম বিভাগে। ব্রাদার্স ইউনিয়নের মতো পারটেক্স স্পোর্টিং ক্লাবের জন্যও সমীকরণটা ছিল একই। এমন ম্যাচে দুই রানের আক্ষেপে পুড়লেন মাহফিজুল ইসলাম রবিন। তরুণ ওপেনারের ৯৮ রানের ইনিংসের দিনে ব্রাদার্সকে তিনশ কাছাকাছি নিয়ে যাওয়ার কাজটা করলেন অধিনায়ক মাইশুকুর রহমান, আইচ মোল্লা ও অভিজ্ঞ মিজানুর রহমান।