
লিটনই কী তবে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক?
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে এবং টেস্টে চালিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে চান না তিনি। ফলে ২০ ওভারের ক্রিকেটের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। ফারুক আহমেদ জানিয়েছেন, খুব শিগগিরই জানা যাবে নতুন অধিনায়কের নাম।