
বরিশালের সিনিয়র খেলোয়াড়দের দ্বন্দ্বে অ্যাকশন নেবে বিসিবি
সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্বের জেরে জাতীয় ক্রিকেট লিগের সবশেষ কয়েক মৌসুমে পারফর্ম করতে পারেনি বরিশাল বিভাগ। অধিনায়ক পরিবর্তন হলেও সমস্যার সমাধান পাওয়া যায়নি। বরং সিনিয়র ক্রিকেটারদের গ্রুপিংয়ের ফলে তলানিতে বরিশালের ক্রিকেট! এমন অভিযোগও আছে অনেকের কাছে। নতুন মৌসুম শুরুর আগে অবশ্য এসব ঝামেলা মেটাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আকরাম খান জানান, পর্যবেক্ষণ শেষে কারও বিরুদ্ধে প্রমাণ পেলে তাকে শাস্তির আওতায় আনবেন তারা।