
ডু প্লেসির চোটে কপাল খুলল জেসন রয়ের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ফাফ ডু প্লেসি। একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন সাউদার্ন ব্রেভের হয়ে দ্য হান্ড্রেডে খেলার কথা ছিল সাউথ আফ্রিকার সাবেক ব্যাটারের। তবে কুঁচকির চোটের কারণে ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি। ডু প্লেসির বদলি হিসেবে জেসন রয়কে দলে নিচ্ছে সাউদার্ন। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকইনফো।