
৭ ছক্কা ও ৫ চারে আলাউদ্দিনের ৩২ বলে অপরাজিত ৭৮, পারটেক্সের অবিশ্বাস্য জয়
আলাউদ্দিন বাবু যখন ব্যাটিংয়ে এলেন তখন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ৬ উইকেট নেই। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ জিততে পারটেক্সের তখনও প্রয়োজন ৬৭ বলে ৯৭ রান। পরের ওভারে সালেহীন রিফাত আউট হয়ে ফিরলে একা হয়ে পড়েন আলাউদ্দিন। ৬০ বলে যখন ৮৭ রান প্রয়োজন তখন ডানহাতি ব্যাটার যা করলেন তা অবিশ্বাস্য! প্রাইম ব্যাংকের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি করেছেন আলাউদ্দিন।