
‘নোটবুক উদযাপন’ করে আবারও শাস্তি পেলেন রাঠি
পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রিয়ানশ আরিয়াকে আউট করে ‘নোটবুক উদযাপন’ করায় শাস্তি পেয়েছিলেন দিগ্বেশ রাঠি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও একই উদযাপন করে আবারও শাস্তি পেলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এই লেগ স্পিনার। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সঙ্গে রাঠির নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।