
‘কারো জন্যেই দরজা বন্ধ নেই’, শান্ত-নাইম প্রসঙ্গে লিপু
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে নেই নাজমুল হোসেন শান্ত এবং নাইম শেখ। এই দুজনের জন্যই জাতীয় দলের জায়গা খোলা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে নেই নাজমুল হোসেন শান্ত এবং নাইম শেখ। এই দুজনের জন্যই জাতীয় দলের জায়গা খোলা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
নাইম শেখের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের হাফ সেঞ্চুরিতে ১৬৮ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তার ৩২ বলে ৪৭ রানের ইনিংসেই বাংলাদেশ হাই পারফরম্যান্সকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ শেষে নাইমের প্রশংসা করেন দলটির কোচ মিজানুর রহমান বাবুল। নাইমকে সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার পরামর্শ দেন তিনি।
নাইম শেখের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের হাফ সেঞ্চুরিতে ১৬৮ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ জেতাতে বাকি কাজ সেরেছেন তিন স্পিনার মাহফুজুর রহমান রাব্বি, সাইফ হাসান ও রাকিবুল হাসান। তারা তিনজনে মিলে নিয়েছেন ৭ উইকেট। মাহফিজুল ইসলাম রবিনের ৪১ রানের ইনিংসের পরও ব্যাটারদের ব্যর্থতায় ১৩৩ রানে থামে বাংলাদেশ হাই পারফরম্যান্স। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে জিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ‘এ’ দল।
সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারার রেশ কেটে ওঠার আগেই গত মাসে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেই পাকিস্তানের বিপক্ষে এবার মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন লিটন দাসরা। পরিসংখ্যান পিছিয়ে থাকলেও সম্প্রতি শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি জেতা আত্মবিশ্বাস বাড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। জয়ের ধারায় থাকায় পাকিস্তানের বিপক্ষে নিজেদেরকেই এগিয়ে রাখছেন নাইম শেখ।
শ্রীলঙ্কার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চার নম্বরে ব্যাটিং করেছেন নাইম শেখ। সাধারণত ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিংয়েই ব্যাট করে থাকেন তিনি। হুট করে তাকে চার নম্বরে খেলানোর কারণে অবাক হয়েছিলেন অনেকে। তবে ম্যাচ শেষে জানা যায় জাকের আলী ইনজুরিতে থাকায় তার পরিবর্তে নাইমকে সুযোগ দেয়া হয়েছিল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে খুলনা টাইগার্সের হয়ে সবচেয়ে বেশি ৫১১ রান করেছিলেন নাইম শেখ। গায়ানায় হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অবশ্য বাঁহাতি ওপেনারের খেলার কথা ছিল রংপুর রাইডার্সের জার্সিতে। তবে বাংলাদেশের ওয়ানডে দলে ফেরায় রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে যাওয়া হচ্ছে না নাইমের। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়লেন সৌম্য সরকার। ২১ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন নাইম শেখ। দল ঘোষণার সময় সৌম্যর বাদ পড়া এবং নাইমের অন্তর্ভুক্তি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
ঘরোয়া ক্রিকেটে রান বন্যা বইয়ে দিয়ে নিয়মিত আলোচনায় থাকেন নাইম শেখ। চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন এই ওপেনার। শুক্রবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে তিনি খেলেছেন ৬৪ বলে অপরজিত ১০৪ রান ঝড়ো ইনিংস। তার ইনিংস জুড়ে ছিল ১১ চার ও ৫ ছক্কা।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে একশ চারের সঙ্গে পঞ্চাশটি ছক্কা মারতে চান নাইম শেখ। টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে এমন চ্যালেঞ্জ দিয়েছেন বাঁহাতি ওপেনার নিজেই। কদিন আগে ফেসবুকে এক পোষ্ট দিয়ে সবাইকে জানিয়েছেন তিনি। এমন পোষ্টের পরের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৬৩ বলে করেছেন সেঞ্চুরি। আক্রমণাত্বক ব্যাটিংয়ে একশ ছোঁয়া নাইম ৫ ছক্কার সঙ্গে মেরেছেন ১১টি চার।
নাইম শেখের বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে সাব্বির হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাজ্জাদুল হক রিপনের ব্যাটে ৪২২ রানের রেকর্ড পুঁজি পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এমন রান তাড়া করে ব্রাদার্স ইউনিয়নের জয় পাওয়াটা প্রায় অসম্ভবই ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। আইচ মোল্লার ৯৬ রানের আক্ষেপে মোড়ানো ইনিংসের পরও ২৪৯ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। রেকর্ড পুঁজির পর রিশাদ হোসেন, হাসান মাহমুদ, খালেদ আহমেদের বোলিংয়ে ১৭৩ রানের বড় জয়ই পেয়েছে প্রাইম ব্যাংক।
সালাউদ্দিন শাকিলের স্লোয়ার ডেলিভারিতে কাভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন নাইম শেখ। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় অলক কাপালির হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে ১৮ চার, ৮ ছক্কা ও ১৪০.৮০ স্ট্রাইক রেটে ১২৫ বলে ১৭৬ রানের ইনিংস খেলা বাঁহাতি এই ওপেনারকে। নাইম যখন ফিরলেন তখন ৩৮.৩ ওভারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের রান তখন ৪ উইকেটে ৩১০।
ইনিংসের প্রথম বলেই আল আমিন হোসেনের অফ স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়া লেংথ ডেলিভারিতে চার মেরে শুরু করেছিলেন নাইম শেখ। চার মেরে রানের খাতা খোলা বাঁহাতি ওপেনার নিজের ব্যাটিং ইনিংসে চার মেরেছেন আরও ১৭টি। চারের সঙ্গে নাইমের ব্যাট থেকে এসেছে ছক্কাও। পুরোপুরি টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিংয়ে ব্রাদার্স ইউনিয়নের বোলারদের তুলোধুনো করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার।