
বিশ্রামের শর্তে মোহামেডানে মুস্তাফিজ, খেলবেন ফরহাদ-নাবিলও
পাকিস্তান ও দুবাইয়ে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই মাঠের বাইরে আছেন মুস্তাফিজুর রহমান। মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়ালেও কোনো দলের সঙ্গে চুক্তি করেননি বাঁহাতি এই পেসার। জানা যায়, আইপিএলে যাওয়ার ভাবনা ও ডিপিএলের দলগুলোর সঙ্গে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় কারও সঙ্গেই চুক্তিতে যাননি তিনি। নিজের অবসর সময়ে তাই পিআরপি নিয়েছেন মুস্তাফিজ।