
‘আম্পায়ার্স কল রিভিউ’ এবং বিতর্কে শুরু ডিপিএল
ফাহাদ হোসেনের লেগ স্টাম্পে করা গুড লেংথ ডেলিভারিতে মিড অনে ঠেলে দিয়ে দৌড় দিয়েছিলেন ইরফান শুক্কুর। বাঁহাতি ব্যাটার দৌড়ে প্রায় পৌঁছেও গিয়েছিলেন। এমন সময় মিড অন থেকে বল কুড়িয়ে সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙেন আল আমিন হোসেন জুনিয়র। অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকা ইশতিয়াক আহমেদ নাদিম কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থেকে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হোন।