
জাওয়াদের ঝড়ো হাফ সেঞ্চুরি, মুশফিক-শান্তর রাজশাহীর বিদায়
সিলেট আন্তর্জতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে জাওয়াদ আবরারের ঝড়ো হাফ সেঞ্চুরির সৌজন্যে সাত উইকেটে জিতেছে ঢাকা বিভাগ। ঢাকা টুর্নামেন্টে টিকে থাকলেও এই ম্যাচ হারায় বাদ পড়ল রাজশাহী।
সিলেট আন্তর্জতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে জাওয়াদ আবরারের ঝড়ো হাফ সেঞ্চুরির সৌজন্যে সাত উইকেটে জিতেছে ঢাকা বিভাগ। ঢাকা টুর্নামেন্টে টিকে থাকলেও এই ম্যাচ হারায় বাদ পড়ল রাজশাহী।
বাঁহাতি পেস বোলিংয়ে ঢাকা বিভাগের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিলেন ফাহাদ হোসেন। চট্টগ্রামের পেসারের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না আশিকুর রহমান শিবলী, সাইফ হাসান, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কনরা। ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় ঢাকার টপ অর্ডারের চার ব্যাটারকে ফিরিয়েছেন ফাহাদ। তাঁর সঙ্গে পেস বোলিংয়ে ঢাকাকে চেপে ধরে বাকি কাজটা সেরেছেন ইরফান হোসেন ও আহমেদ শরীফ। ৬৫ রান তাড়ায় চট্টগ্রাম বিভাগ ম্যাচ শেষ করেছে ১০ ওভার। তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ১০ উইকেটের বড় জয় পেয়েছে চট্টগ্রাম।
চট্টগ্রামের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশেই ছিলেন না চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তরুণ এই অলরাউন্ডার। ব্যাট হাতে ২০ রান করা রিজওয়ান বোলিংয়ে ২১ রানে নিয়েছেন ৪ উইকেট। রংপুর বিভাগকে জেতাতে সাইফ হাসান, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন ও সুমন খানকে ফিরিয়েছেন তিনি। তরুণ এই অলরাউন্ডারের এমন পারফরম্যান্সে ২১ রানে জয় পেয়েছে রংপুর। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে টানা দুই ম্যাচেই জিতলেন আকবর আলীরা।