
কোচের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনলেন রাজা
জিম্বাবুয়ের ক্রিকেট দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংকট, অর্থনৈতিক অস্থিরতা ও জাতিগত বৈষম্যের ছায়ায় বেড়ে উঠেছে। স্বাধীনতা অর্জনের পর দেশটির ক্রিকেট ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নেয়, কিন্তু সেই পথটা কখনোই মসৃণ ছিল না। বর্ণবৈষম্য, বিশেষ করে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের মধ্যে সুযোগ ও প্রতিনিধিত্ব নিয়ে বিদ্যমান বৈষম্য, জিম্বাবুয়ের ক্রিকেট কাঠামোয় বহুদিন ধরে আলোচিত বিষয়।