
জাহিদুজ্জামানের সেঞ্চুরি ছাপিয়ে গাজীর নায়ক লেগ স্পিনার ওয়াসি
ওয়াসি সিদ্দিকীর অফ স্টাম্পের ফুলার লেংথ ডেলিভারিতে মিড অফের উপর দিয়ে খেলার চেষ্টায় আবু হাশিমকে ক্যাচ দিয়ে ফিরলেন হাফ সেঞ্চুরিয়ান মাহফিজুল ইসলাম রবিন। পরের বলে আইচ মোল্লা বোল্ড হয়েছেন ডানহাতি লেগ স্পিনারের গুগলিতে পরাস্ত হয়ে। মাহফিজুল ও আইচকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সেটা হতে দেননি মাইশুকুর রহমান। হ্যাটট্রিক আটকাতে ডানহাতি লেগ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে ডিফেন্স করেছিলেন তিনি।