
জিসানের ঝড়ো হাফ সেঞ্চুরিতে সিলেটের জয়
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে খুলনাকে ছয় উইকেটে হারিয়েছে সিলেট। ইবাদত হোসেন এবং নাবিল সামাদের দারুণ বোলিংয়ের পর জিসান আলমের ঝড়ো হাফ সেঞ্চুরিতে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে খুলনাকে ছয় উইকেটে হারিয়েছে সিলেট। ইবাদত হোসেন এবং নাবিল সামাদের দারুণ বোলিংয়ের পর জিসান আলমের ঝড়ো হাফ সেঞ্চুরিতে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট।
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ঢাকা ডার্বিতেও জিতে গেল মেট্রো। ঢাকা বিভাগকে ১৯ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। এই জয়ে আসরে টানা চারটি ম্যাচই জিতে নিলো নাইম শেখের দল। ব্যাট হাতে নাইম শেখ- শামসুর রহমান শুভর দারুণ দুটি ইনিংসের পর বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতল মেট্রো।
চট্টগ্রামের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশেই ছিলেন না চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তরুণ এই অলরাউন্ডার। ব্যাট হাতে ২০ রান করা রিজওয়ান বোলিংয়ে ২১ রানে নিয়েছেন ৪ উইকেট। রংপুর বিভাগকে জেতাতে সাইফ হাসান, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন ও সুমন খানকে ফিরিয়েছেন তিনি। তরুণ এই অলরাউন্ডারের এমন পারফরম্যান্সে ২১ রানে জয় পেয়েছে রংপুর। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে টানা দুই ম্যাচেই জিতলেন আকবর আলীরা।
রাজশাহী বিভাগের জন্য ১৭৩ রানের লক্ষ্যটা একেবারে সহজ ছিল না। তবে রাজশাহীর কাজটা সহজ করে দিয়েছেন হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেন। বিশেষ করে সোহানের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের ভিত পায় রাজশাহী। ম্যাচ জিততে বাকি কাজটা সেরেছেন প্রীতম কুমার ও এসএম মেহেরব হাসানরা। আলোকস্বল্পতায় খেলা শেষের আগে ডিএলএস মেথডে ১১ রানের জয় পেয়েছে রাজশাহী। ফলে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই হার দেখতে হলো খুলনা বিভাগকে।