
মুম্বাইকে এলিমিনেটরে ঠেলে দিয়ে কোয়ালিফায়ারে পাঞ্জাব
পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচে যারা জিতবে তারাই পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থেকে শেষ করবে। এমন সমীকরণের ম্যাচে সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরির পাশাপাশি বাকিদের ছোট ছোট ইনিংসে ১৮৪ রান তোলে মুম্বাই। ব্যাটিংয়ের জন্য উইকেট একেবারে সহজ ছিল সেটা প্রমাণ করেছেন মুম্বাইয়ের ব্যাটাররা। প্রাভসিমরান সিং ও প্রিয়ানশ আরিয়ারের ব্যাটেও অবশ্য এমন কিছুরই আভাস মেলে। তবে সময় যত বেড়েছে উইকেটের আচরণ যেন ততই বদলে গেছে।