
রূপগঞ্জ টাইগার্সের টানা ৪ হার, জিতল গুলশান
আসাদুজ্জামান পায়েল, নিহাদ উজ জামানের দাপুটে বোলিংয়ের আড়ালে রূপগঞ্জ টাইগার্সের হাল ধরে রেখেছিলেন অমিত মজুমদার। ১০ চার ও ১ ছক্কায় ১১০ বলে খেলেছেন ৮৮ রানের ইনিংস। অমিতের এমন ব্যাটিংয়ের পরও দুইশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে তাদের। তবে শেষের দিকে আরিফুল হকের ৪০ রানের ক্যামিওতে ২২৮ রান তোলে তারা। সহজ লক্ষ্য তাড়ায় খুব বেশি বেগ পেতে হয়নি গুলশান ক্রিকেট ক্লাবের।