
১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট, বাংলাদেশের খেলার সম্ভাবনা কতটা?
১২৮ বছর পর অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট। ১৯০০ সালের পরে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে আবারও ফিরতে যাচ্ছে ক্রিকেটের রোমাঞ্চ। বুধবার অলিম্পিকে ক্রিকেট ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। লস অ্যাঞ্জেলেসে ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি ইভেন্টে ৬টি করে দল অংশ নেবে।