
কেরালা লিগে ইতিহাস সেরা দামে ব্লু টাইগার্সে স্যামসন
কেরালা ক্রিকেট লিগের (কেসিএল) ২০২৫ আসরের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে বিক্রি হয়েছেন সাঞ্জু স্যামসন। আইপিএলের দল রাজস্থান রয়্যালসের অধিনায়ক এবং অভিজ্ঞ এই ব্যাটারকে ২৬.৮ লাখ টাকায় দলে ভিড়িয়েছে কোচি ব্লু টাইগার্স। এটি কেসিএল ইতিহাসের সর্বোচ্চ দর।