আবারও সারেতে ফিরলেন কেমার রোচ কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য আবারও সারের জার্সিতে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ। প্রথম চার রাউন্ডের জন্য তার সঙ্গে চুক্তি করেছে সারে। টানা পঞ্চম বছরের মতো সারের হয়ে খেলতে যাচ্ছেন অভিজ্ঞ এই পেসার।