
সকালে বাংলাদেশকে অল আউট করে দুই সেশনে জিততে চায় শ্রীলঙ্কা
টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটারদের দাপটের পর লোয়ার অর্ডারের ধস! বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম ইনিংসের শেষের চিত্রটা প্রায় একই রকম। গল টেস্টের শেষের দিনে এখনো জয়,পরাজয় কিংবা ড্রয়ের সম্ভাবনা আছে প্রবল। এখন পর্যন্ত উইকেটে বিশেষ পরিবর্তন না আসায় ড্রয়ের পথেই যেন এগোচ্ছে সিরিজের প্রথম টেস্ট। কামিন্দু মেন্ডিস অবশ্য জানালেন, শেষ দিনে জেতার জন্যই খেলতে নামবেন তারা। প্রথম সেশনে বাংলাদেশকে অল আউট করে পরের দুই সেশনে জিততে চায় স্বাগতিকরা।