
পাকিস্তানকে জেতার সুযোগ দিয়েছে বাংলাদেশ, মনে হচ্ছে কামরানের
প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটে-বলে লড়াই করতে পারেনি পাকিস্তান। মিরপুরের কঠিন উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পেরে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারে সফরকারীরা। যদিও তৃতীয় ম্যাচে ৭৪ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে তারা। তবে কামরান আকমল মনে করেন, শেষ ম্যাচে পাকিস্তানকে জিততে দিয়েছে বাংলাদেশ।