
মেজর লিগের পর্দা উঠছে ১৮ জুন, ফাইনাল ১৮ জুলাই
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চতুর্থ আসরের পর্দা উঠছে আগামী বছরের ১৮ জুন থেকে। এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ জুলাই। আগের আসরের মতো এবারও ছয় দলের এই টুর্নামেন্টে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে সিজন ফোরের সময়সূচি ঘোষণা হলেও এখনো যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) আনুষ্ঠানিকভাবে জানায়নি আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেসের (এসিই) সঙ্গে তাদের চুক্তি পুনর্বহাল থাকছে কিনা।