
মুম্বাইয়ে রিকেলটন-জ্যাকসের বদলি বেয়ারস্টো-গ্লিসন
আইপিএল খেলতে ভারতে ফিরলেও মুম্বাই ইন্ডিয়ান্স সেরা চারে উঠলে খেলতে পারবেন না রায়ান রিকেলটন। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিতে ফিরে যাবেন দেশে। এমন অবস্থায় সাউথ আফ্রিকার তরুণ ব্যাটারের বদলি হিসেবে ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লিসনকে দলে টেনেছে মুম্বাই। সেরা চারের জন্য উইল জ্যাকসের জায়গায় আইপিএল খেলতে ভারতে যাবেন তাঁরই জাতীয় দলের সতীর্থ জনি বেয়ারস্টো।