
গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন ওমরজাই
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে রংপুরের রাইডার্সের হয়ে খেলার কথা ছিল আজমতউল্লাহ ওমরজাইয়ের। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমন তথ্য জানানো হলেও বর্তমান চ্যাম্পিয়নদের স্কোয়াডে ছিলেন না আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার। তবে টুর্নামেন্ট শুরুর তিনদিন আগে গ্লোবাল সুপার লিগের জন্য রংপুরের স্কোয়াডে যুক্ত হয়েছেন ওমরজাই। বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।