
গিলক্রিস্টের চেয়ে ভালো ব্যাটসম্যান পান্ত, দাবি অশ্বিনের
এন্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলমান সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋষভ পান্ত। সেই সঙ্গে রয়েছে একটি হাফ সেঞ্চুরিও। আর তাতেই ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। সিরিজের তিন ম্যাচ বাকি থাকতেই পান্ত তুলে নিয়েছেন ৩৪২ রান। যা ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে এক সিরিজে সর্বোচ্চ।