
নাহিদ রানার যত্ন নিতে বললেন শন টেইট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন নাহিদ রানা। আর চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে কাজ করছেন শন টেইট। তাদেরকে দুজনের একসঙ্গে কাজ করার সুযোগ নেই বললেই চলে। বরং মাঠের ক্রিকেটে একজন আরেকজনের প্রতিপক্ষ। তবে ক্রিকেটার হিসেবে তাদের পরিচয়টা একই। পেসার হিসেবে একজন সাবেক আরেকজন গতির ঝড় তুলে নতুন আগমনের বার্তা দেয়ার অপেক্ষায়।