
চট্টগ্রাম পর্ব থেকে খুলনার হয়ে খেলবেন ডম শিবলি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলবেন ডম শিবলি। ইংল্যান্ডের এই টেস্ট ওপেনার ইতোমধ্যেই বাংলাদেশে পৌঁছে গেছেন। চট্টগ্রাম পর্ব থেকে খেলার কথা রয়েছে স্টাইলিস এই ওপেনারের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলবেন ডম শিবলি। ইংল্যান্ডের এই টেস্ট ওপেনার ইতোমধ্যেই বাংলাদেশে পৌঁছে গেছেন। চট্টগ্রাম পর্ব থেকে খেলার কথা রয়েছে স্টাইলিস এই ওপেনারের।
একজন ফিনিশার হিসেবে ম্যাচের শেষটায় যা করার প্রয়োজন জাকের আলী অনিক সেটাই করেছিলেন। চারটি ছক্কা ও তিনটি চারে ২০৪.৩৫ স্ট্রাইক রেটে ২৩ বলে করেছেন অপরাজিত ৪৭ রান। ডানহাতি ব্যাটারের এমন ঝড়ো ব্যাটিংয়ের পরও সিলেট স্ট্রাইকার্সকে হার দেখতে হয়েছে। বিপিএলের ব্যাটিং প্রসবা উইকেটে দুইশ রান তাড়া কঠিন কিছু না হলেও অ্যারন জোন্স ও জর্জ মানজি সেটাকে অসম্ভব করে তুলেছেন।
ম্যাচ জিততে শেষ দুই ওভারে খুলনা টাইগার্সের প্রয়োজন ছিল ১৮ রান। মাহিদুল ইসলাম অঙ্কন, ইমরুল কায়েস, মোহাম্মদ নাওয়াজ ও আবু হায়দার রনির মতো ব্যাটার থাকায় কাজটা সহজই ছিল খুলনার জন্য। তবে ১৯তম ওভারে বোলিংয়ে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আকিফ জাভেদ। প্রথম বলে কোন রান না দেয়া বাঁহাতি পেসার পরের বলে ফিরিয়েছেন অঙ্কনকে। এক চারে ৫ রান করা ইমরুলকে নিজের শিকার বানিয়েছেন ওভারের শেষ ডেলিভারিতে। সেই ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে রংপুর রাইডার্সকে ম্যাচে ফেরান আকিফ।
উসমান খান এবং গ্রাহাম ক্লার্কের ঝড়ো হাফ সেঞ্চুরির পর মোহাম্মদ মিঠুনের ক্যামিও এবং হায়দার আলীর ফিনিশিংয়ে সিলেট ক্যাপিটালসের বিপক্ষে ছয় উইকেটে ২০৩ রান করে চিটাগাং কিংস। জবাবে জর্জ মানজির আগ্রাসী হাফ সেঞ্চুরি এবং জাকের আলী অনিকের ২৩ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংসের পরও ৩০ রানে হেরেছে সিলেট স্ট্রাইকার্স।
লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পাত্তাই পায়নি দুর্বার রাজশাহী। ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে এ দিন মাত্র ১০৫ রানে গুঁটিয়ে গেছে দলটি।
ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে লিটন বললেন, ‘দিনটা আমার ছিল।’ অথচ সবশেষ কয়েকমাস ধরেই দিন, রাত, সময় সবই তাঁর বিপক্ষে ছিল। এমনকি লিটনের সকালের শুরুটাও হয়েছিল দুঃসংবাদ পেয়ে। বাজে ফর্মের কারণে বেশ কিছুদিন যাবত আলোচনায় ছিলেন লিটন। কদিন আগে ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়ায় আলোচনাটা আরও বেশি জোরালো হয়। তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিরেই ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ওপেনার।
বাজে ফর্মের কারণে বেশ কিছুদিন যাবত আলোচনায় ছিলেন লিটন দাস। কদিন আগে ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়ায় আলোচনাটা আরও বেশি জোরালো হয়। তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিরেই ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ওপেনার। ওমন ইনিংসেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের মন গলাতে পারেননি লিটন। ১২ জানুয়ারি ঘোষিত বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাই জায়গা হয়নি তাঁর। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ায় পুরো দিন জুড়েই আলোচনায় ছিলেন লিটন।
বাজে ফর্মের কারণে বেশ কিছুদিন যাবত আলোচনায় ছিলেন লিটন দাস। কদিন আগে ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়ায় আলোচনাটা আরও বেশি জোরালো হয়। তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিরেই ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ওপেনার। ওমন ইনিংসেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের মন গলাতে পারেননি লিটন। ১২ জানুয়ারি ঘোষিত বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাই জায়গা হয়নি তাঁর।
শেষ ওভারে জয়ের জন্য খুলনা টাইগার্সের প্রয়োজন ১৯ রান। প্রথম বলে বল লং অনে পাঠিয়ে সিঙ্গেলস নেন মাহিদুল ইসলাম অঙ্কন। পরের দুই বলে স্কয়ার অফ দ্যা উইকেট এবং থার্ড ম্যান অঞ্চলে টানা দুটি চার মারেন আবু হায়দার রনি। কিন্তু রুয়েল মিয়ার করা তৃতীয় বলেই লং অনে ক্যাচ দিয়ে ফেরেন ছয় বলে ১৪ রান করা রনি। বাকি দুই বলে দশ রান লাগলে আর সুবিধা করতে পারেননি নাসুম আহমেদ এবং উইকেটের অপরপ্রান্তে থাকা মাহিদুল ইসলাম অঙ্কন। সিলেট স্ট্রাইকার্স ম্যাচ জিতে আট রানে। টানা তিনটি হারের পর এবার টানা দুটি জয় পেল সিলেট।
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি… পাশাপাশি আছে ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ঘরোয়া ক্রিকেট। বর্তমান সময়ে অনেক বেশি চাপ ক্রিকেটারদের ওপর। বিশেষ করে পেসারদের এখন থাকতে হয় বাড়তিভাবে সতর্ক। সেই বাস্তুবতা মেনে নিয়েই খেলছেন নাহিদ রানা। তবে ইনজুরি এড়াতে রংপুর রাইডার্স নাহিদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক রাখছে কিনা সেটা নিয়েও আছে প্রশ্ন। এ নিয়ে মুখ খুলেছেন দলটির প্রধান কোচ মিকি আর্থার।
বিপিএলে কোচ হিসেবে লম্বা সময় ধরে হারের বৃত্তে বন্দী খালেদ মাহমুদ সুজন। সব মিলিয়ে টানা ১৬টি ম্যাচ হারার তেতো স্বাদ পেয়েছেন তিনি। তবে ঢাকা ক্যাপিটালসের হারের জন্য তাকে দায়ী করতে রাজি নন মুনিম শাহরিয়ার। তার মতে, দলের ক্রিকেটাররা পরিকল্পনা কাজে লাগাতে না পারার কারণেই হারছে ঢাকা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশেষে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে তিন উইকেটে হারিয়েছে দলটি। সিলেট পর্বে নিজেদের অবশিষ্ট দুই ম্যাচে খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের বিপক্ষেও জয়ে রাঙাতে চায় দলটি।