
অভিষেকেই আফ্রিকান স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকার জার্সিতে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয়েছে প্রেনেলান সুব্রায়েনের। অভিষেকেই ম্যাচেই বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়তে হয়েছে তাকে। ম্যাচ শেষে ডানহাতি অফ স্পিনারের অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ম্যাচ অফিসিয়ালসরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।