ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে নারাজ ওয়াটসন

ছবি:

বল টেম্পারিং ঘটনায় নিষিদ্ধ হওয়া তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের শাস্তিকে একটু বেশিই কঠোর মনে করছেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।
এ ঘটনায় অজি অধিনায়ক স্টিভ স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ১২ মাসের জন্য এবং ক্যামেরন বেনক্রফটকে নয় মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
একই সঙ্গে, ফিরে আসার পরবর্তী এক বছর কোন ধরণের অধিনায়কত্ব করতে পারবেন না স্মিথ এবং পরবর্তীতে ওয়ার্নারকে কোন দায়িত্ব দেয়া হবে না বলেও জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

স্বদেশী ক্রিকেটারদের এমন শাস্তিকে একটু বেশি কঠোর মনে করছেন ওয়াটসন। তার মতে, অতীতের নিষেধাজ্ঞার তুলনায় এ শাস্তি অত্যন্ত কঠিন হয়েছে। দুবাইয়ে একটি সংবাদ সম্মেলনে ওয়াটসন বলেন,
'অতীতে সংঘটিত হওয়া নিষেধাজ্ঞার সাথে তুলনা করলে, তারা যা করেছে সে অনুযায়ী এটা কঠোর শাস্তি। তাদের অনেক কড়া মূল্য দিতে হয়েছে, যা নিয়ে কোন সন্দেহ নেই।'
তবে ক্রিকেটে ফিরে আসার পর নিজেদের ভুল শুধরানোর সর্বাত্মক চেষ্টা করবেন বলে মনে করেন অজি অলরাউন্ডার ওয়াটসন। ক্রিকেট বিশ্বের মানুষের আস্থা আবার ফিরিয়ে আনবেন বলেও ধারণা ওয়াটসনের।
সব মিলিয়ে তার বক্তব্য, 'যখন তারা আবার ফিরে আসবে, সর্বাত্মক চেষ্টা করবে তাদের দ্বারা সংঘটিত ভুলকে সংশোধন করে মানুষের মনে আবার জায়গা করে নিতে।'