ভারত একটি স্বার্থপর দল-মার্ক ওয়াহ

ছবি:

এ বছরের নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে তিনটি টি টুয়েন্টি, চারটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারী দল।
আর চার টেস্ট সিরিজের প্রথমটি ভারতকে দিবারাত্রি করার প্রস্তাব দিয়েছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কিন্তু অজি বোর্ডের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে ভারত। মূলত বর্তমানে মানুষ আর আগের মত টেস্ট ক্রিকেট দেখতে আগ্রহী হয় না বলেই এমন প্রস্তাব করা হয়েছিলো ভারতকে।
কিন্তু ভারত এই প্রস্তাবে একমত পোষণ করেনি। আর তাদের এই সিদ্ধান্ত নাকচ করায় বেশ মনক্ষুণ্ণ হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তী ব্যাটসম্যান মার্ক ওয়াহ। দিবারাত্রি টেস্টে রাজি না হওয়ায় ভারতের সমালোচনা করে অস্ট্রেলিয়ান একটি রেডিও চ্যানেলে ওয়াহ বলেছেন,

'ভারতের দৃষ্টিকোণ থেকে এটা কিছুটা স্বার্থপর দেখায় কারণ আমরা টেস্ট ক্রিকেটকে পুনর্জীবিত করতে চাচ্ছি। দিবারাত্রির টেস্ট ক্রিকেট কিছু দেশের টেস্ট ক্রিকেটকে আগের জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে।'
বিশ্ব জুড়ে এখন সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের অনেক চাহিদা দেখা যাচ্ছে। টেস্টের চেয়ে টি টুয়েন্টি ও ওয়ানডে একটু বেশিই পছন্দের হয়ে উঠেছে মানুষের কাছে। শুধুমাত্র হাতে গোনা বিশ্বের কয়েকটি দেশেই এখন টেস্ট ক্রিকেটের মর্যাদা আছে বলে মনে করেন কিংবদন্তী মার্ক ওয়াহ। তাঁর ভাষায়, 'বর্তমানে শুধুমাত্র অস্ট্রেলিয়া, ভারত এবং ইংল্যান্ডে টেস্ট বেঁচে আছে, এটা খুবই চিন্তার বিষয়।'
ভারত এখন টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর দল। ভারতীয় দলে আছেন ভিরাট কোহলি, রোহিত শর্মার মত বিশ্বখ্যাত ব্যাটসম্যান। তাই বলে অবশ্য পিছিয়ে নেই বোলাররাও। জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদবের মতো বোলাররা প্রতিনিয়তই ভালো করে যাচ্ছে।
সুতরাং মার্ক ওয়াহর মতে ভারত দিবা রাত্রির টেস্টের জন্য আদর্শ একটি দল, 'ভারত দিবারাত্রির ক্রিকেট খেলার জন্য আদর্শ দল, তাদের অনেক অভিজ্ঞতা সম্পন্ন পেসার রয়েছে। সুতরাং তাদের স্পিনারদের উপর ভরসা করার দরকার নেই। তাদের ব্যাটসম্যানরাও টেকনিক্যালি অনেক ভাল। তাই টেস্ট ম্যাচটি দিবারাত্রির হলে বেশ হতো।'