‘কোহলির অবসরের সিদ্ধান্ত সঠিক, তবে সময় ভুল’

ছবি: বিরাট কোহলি, ফাইল ফটো

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে বিসিসিআইয়ের কাছে অনুরোধ জানিয়েছেন কোহলি। আর সেই অনুরোধের পরই বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। কারণ, এই সিরিজ দিয়েই শুরু হতে যাচ্ছে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র।
ইংল্যান্ড সফরের আগে টেস্ট ছাড়তে চান কোহলি
১০ মে ২৫
এই সিদ্ধান্তের সময়কালকে 'ভুল' উল্লেখ করে সিধু এক ভিডিও বার্তায় বলেন, ‘বিরাট কোহলির সিদ্ধান্ত যে তিনি অবসর নিতে চান। ক্রিকেট বিশ্বে এটি আলোড়ন সৃষ্টি করেছে। তার উদ্দেশ্য নিঃসন্দেহে ভালো, উদ্দেশ্য সম্মানজনক। পুরোনোকে সরে যেতে হবে, নতুনকে জায়গা করে দিতে হবে। কিন্তু সময় ও উপলক্ষ একদমই ঠিক না, কারণ এখানে ভারতের সম্মান ও গর্ব জড়িত।’

তিনি আরো বলেন, ‘আমরা যে সফরে যাচ্ছি, সেটা এমন এক কঠিন পরীক্ষা, যা অন্য যেকোনো টেস্ট খেলুড়ে দেশকেও কাঁপিয়ে দেয়। আমি কেন বলছি, কারণ কোহলিই হতে পারেন ইংল্যান্ডে আমাদের চালিকাশক্তি। কারণ তার রয়েছে অভিজ্ঞতা, বিশেষ করে রোহিত শর্মার বিদায়ের পর। আপনি একটা অনভিজ্ঞ দল ইংল্যান্ডে পাঠাতে পারেন না।’
স্মৃতির সেঞ্চুরিতে লঙ্কানদের উড়িয়ে ভারতের ত্রিদেশীয় সিরিজ জয়
১১ ঘন্টা আগে
এই প্রসঙ্গে সিধুর মতো উদ্বিগ্ন আরও অনেকে। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা ও ভারতের সাবেক ব্যাটার আম্বাতি রাইডু সামাজিক মাধ্যমে নিজেদের মত দিয়েছেন। তাদের সবার চাওয়া, কোহলি যেন এখনই টেস্ট দলের হাল না ছাড়েন।
রোহিত শর্মার টেস্ট থেকে বিদায়ের পর ভারত এমনিতেই অভিজ্ঞতার সংকটে। তার ওপরে কোহলির সম্ভাব্য অবসর টিম ম্যানেজমেন্টকে ফেলতে পারে আরও চাপে। কারণ, এই মুহূর্তে ভারতের টেস্ট দল একপ্রকার রূপান্তরের মধ্যেই রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানাননি কোহলি।