রাকিন-তানবীরের লড়াকু ইনিংসের পর সানির বোলিং তান্ডবে হারলো আশরাফুলরা

ছবি:

চলমান ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আসরের ৫৯তম ম্যাচে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল কলাবাগান ক্রীড়া চক্র। ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন কলাবাগান অধিনায়ক মাহমুদুল হাসান।
কলাবাগানের আমন্ত্রণে ব্যাটিংয়ে নামার পর তিন নম্বরে নামা ব্যাটসম্যান রাকিন আহমেদ এবং অলরাউন্ডার তানবির হায়দারের জোড়া হাফসেঞ্চুরিতে ১ বল হাতে রেখে অলআউট হওয়ার আগে ২৬৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় শেখ জামাল।
রাকিন ৭১ রান করে আউট হলেও তানবির ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬১ রান নিয়ে। এছাড়াও ৪৯ রান এসেছে ওপেনার পিনাক ঘোষের ব্যাট থেকে। আর শেষের দিকে সোহাগ গাজি খেলেছেন ২৩ রানের একটি কার্যকরী ইনিংস।
কলাবাগানের পক্ষে ১০ ওভার বোলিং করে ৪৫ রানে ৩ উইকেট শিকার করেছেন পেসার আবুল হাসান। অপরদিকে সঞ্জিত সাহা, নাবিল সামাদ, রিয়াজুল হুদা এবং মাহমুদুল হাসান ১টি করে উইকেট তুলে নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শেখ জামালের বোলারদের তোপের মুখে পড়ে কলাবাগানের ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে ৪৬ রান যোগ করতেই উপরের সারির ৫ ব্যাটসম্যানকে হারিয়ে বসে দলটি। মোহাম্মদ আশরাফুল ফেরেন মাত্র ১৬ রান করে।
তবে সেখান থেকে ৯৭ রানের জুটি গড়ে দলকে টেনে তুলার চেস্টা করেন মুক্তার আলি এবং তাইবুর রহমান। দুজনই তুলে নেন ফিফটি। কিন্তু ফিফটি হাঁকানোর পর দুই ব্যাটসম্যানই ৫১ রান করে বিদায় নিলে আবুল হাসান খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
আবুল ৩২ রান করে বিদায় নিলে শেষ পর্যন্ত ১৯০ রানে গুটিয়ে যায় কলাবাগান। শেখ জামালের পক্ষে ইলিয়াস সানি একাই নেন ৪টি উইকেট।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-
সৈকত আলি, পিনাক ঘোষ, রাকিন আহমেদ, শচীন বেবি, তানবির হায়দার, জিয়াউর রহমান, সোহাগ গাজি, ইলিয়াস সানি (অধিনায়ক), রবিউল হক, জাহিদ হোসেন, কাজি কামরুল ইসলাম।
কলাবাগান ক্রীড়া চক্র-
শ্রিভাতস গোস্বামী, তাসামুল হক, মোহাম্মদ আশরাফুল, তাইবুর রহমান, মাহমুদুল হাসান (অধিনায়ক), মুক্তার আলি, আবুল হাসান, ফারুক হোসেন, রিয়াজুল হুদা, সঞ্জিত সাহা, নাবিল সামাদ।